ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ট্রলিচাপায় নারী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
নবাবগঞ্জে ট্রলিচাপায় নারী নিহত

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রলির চাপায় খুরশিদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। 

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত খুরশিদা উপজেলার চরবাহ্রা নলগোড়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা ১১টা দিকে খুরশিদা বেগম ও তার স্বামী সবুজ মিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে কোমরগঞ্জে যাচ্ছিলেন। বাহ্রা ব্রিজের ঢালে এলে একটি ট্রলি পেছন দিক থেকে তাদের দিকে আসছে দেখতে পেয়ে সবুজ মিয়া সরে গেলেও খুরশিদাকে চাপা দেয় ট্রলিটি।  

এতে গুরুতর আহত হন খুরশিদা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। হাসপাতালে নেয়ার পথে খুরশিদার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. জালাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।