ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

কোম্পানীগঞ্জে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
কোম্পানীগঞ্জে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাঞ্ছারামপুরে সাহাবুদ্দিন হক সাহেব (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত সাহাবুদ্দিন হক সাহেব কবিরহাট উপজেলার ভূইয়ারহাট গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, রাতে দুই ডাকাত দলের অন্তঃকোন্দলের জের ধরে গুলিবিনিময় হলে সাহাবুদ্দিন হক সাহেব গুলিবিদ্ধ হন। ভোর ৪টার দিকে টহল পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে সাহাবুদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত 
ঘোষণা করেন।  

তিনি আরো জানান, নিহত সাহাবুদ্দিনের নামে ডাকাতি ও হত্যার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ১০টির মতো মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।