ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
বেগমগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানতপুর ইউনিয়নের তফাদার পোল এলাকায় বাসচাপায় জাকেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকেরা বেগম উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়া জানায়, সকালে তফাদার পোল এলাকায় লক্ষ্মীপুর থেকে চৌমুহনীগামী ঢাকা এক্সপ্রেস নামে একটি বাস পথচারী জাকেরা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।