ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাজাহানপুরে যুবককে গলাকেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
শাজাহানপুরে যুবককে গলাকেটে হত্যা

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় রুবেল (৩০) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভাদারা পাথারের একটি মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রুবেল উপজেলার জোড়া সাতবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।


 
স্থানীয়রা জানায়, বুধবার (১৯ ডিসেম্বর) রাতের কোনো এক সময় ওই যুবককে গলাকেটে হত্যা করে ভাদারা পাথারের একটি মাঠে ফেলে যায় দুর্বৃত্তরা। পরদিন বৃহস্পতিবার সকালে তারা মাঠের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
 
শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি নিহতের কারণ জানাতে পারেননি। পাশাপাশি এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।