ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পর্যবেক্ষক ভিসা না-পাওয়া নিয়ে মার্কিন দূতাবাসের বিবৃতি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
পর্যবেক্ষক ভিসা না-পাওয়া নিয়ে মার্কিন দূতাবাসের বিবৃতি

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশন’ চালানোর জন্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) অধিকাংশ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষককে বাংলাদেশ সরকার ‘যথাযথ সময়ের মধ্যে পরিচয়পত্র ও ভিসা দিতে পারেনি’ মর্মে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতি দিয়েছে। 

শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্র দূতাবাস এ নিয়ে তাদের হতাশার কথা জানায়।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণের ওই মিশন চালাতে অর্থায়ন করেছিল।

কিন্তু যথাসময়ে পরিচয়পত্র ও ভিসা না পেয়ে আনফ্রেল তাদের ৩০ ডিসেম্বরের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাতিল করতে বাধ্য হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।