ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

পার্বতীপুরে ছেলের হাতে বাবা খুন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
পার্বতীপুরে ছেলের হাতে বাবা খুন

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে সাদেকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে বকুল (১৮)।

শনিবার (২২ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে পার্বতীপুর উপজেলার সাত নম্বর মোস্তফাপুর ইউনিয়নের মহবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক বকুলকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

সাদেকুল ইসলাম মহবপুর গ্রামের মৃত তোছার উদ্দিনের ছেলে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে সাদেকুলের সঙ্গে স্ত্রী গবি বেগম (৩০) ও ছেলে বকুলের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে। বকুল একপর্যায়ে তার বাবা সাদেকুলকে কুড়াল দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই বকুলকে আটক করে। তবে গবি বেগম ঘটনার পর থেকে পলাতক।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।