ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

হোসেনপুরে ট্রাক্টরচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
হোসেনপুরে ট্রাক্টরচাপায় নিহত ১ হোসেনপুরে ট্রাক্টরচাপায় একজন নিহত। ছবি : বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ট্রাক্টরচাপায় মতি মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের ধূলজুরি চায়না ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতি মিয়া নান্দাইল উপজেলার জলগাতি গ্রামের খোদা নেওয়াজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক মতি মিয়া বাইসাইকেলে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ধূলজুরি চায়না ক্যাম্পের সামনে একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাক্টরের হেলপার আরজু মিয়াকে আটক করলেও চালক বাহার মিয়া পালিয়ে যান। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় : ১৩৩৮ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৮ 
এমএমইউ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।