ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এককের পেশা উন্নয়ন সেমিনার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এককের পেশা উন্নয়ন সেমিনার  বক্তব্য রাখছেন কে এম মাজেদুর রহমান

ঢাকা: অ্যাসোসিয়েশন অব কুমিল্লা ওল্ড ক্যাডেটসের (একক) আয়োজনে ঢাকায় ‘আনোয়ার হোসেন স্মৃতি একক পেশা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ক্যাডেটদের পেশাগত উৎকর্ষতা নিয়ে আলোচনার লক্ষ্যে সেমিনারটি অনুষ্ঠিত হয়।  

‘একক পেশা উন্নয়ন কমিটি’ আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. সাইফ উল্লাহ মুন্সী।

 
ধানমন্ডির জিনডিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত সেমিনারে দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন পেশার সাবেক ক্যাডেটরা অংশ নেন ও বক্তব্য রাখেন।  

এতে প্রধান অতিথি ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেট ও ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কে এম মাজেদুর রহমান। দু’শরও বেশি সাবেক ক্যাডেটের উপস্থিতিতে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
পিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।