ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তুরাগে চোখ উপড়ানো যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
তুরাগে চোখ উপড়ানো যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানী তুরাগে চোখ উপড়ানো অজ্ঞাতপচিয় (১৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তুরাগ থানার উপ পরিদর্শক (এসআই) শফিউল আলম বাংলানিউজকে জানান, তুরাগ বাউনিয়া উত্তরপাড়া হাজী আমানউল্লাহ রোড এলাকায় একটি খালি প্লট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মরদেহের বামচোখ উপড়ানো ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশের আঘাতের চিহ্ন ছিলো। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা ওই যুবককে হত্যা করে পালিয়ে যায়। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।