ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
গাজীপুরে জুট মিলের আগুন নিয়ন্ত্রণে আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা-ছবি-বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া বাজার এলাকায় সাহারা জুট মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আট ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।  

**শ্রীপুরে জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, শ্রীপুর উপজেলার কেওয়া বাজার এলাকায় সাহারা জুট মিলে ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের আট ইউনিট কর্মী। পরে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টায় সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরিভাবে নেভাতে আরো সময় লাগতে পারে। আগুনে জুট মিলের টিনশেডের উপরের ছাউনির কিছু অংশ ভেঙে পড়ে। এছাড়া কারখানার মেশিন ও প্রয়োজনীয় দ্রব্য ও আসবাবপত্র পুড়ে গেছে।  

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।