ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে গৃহবধূ হত্যা মামলায় স্বামী-দেবর গ্রেফতার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
ঝিনাইদহে গৃহবধূ হত্যা মামলায় স্বামী-দেবর গ্রেফতার   গ্রেফতার। প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহে গৃহবধূ পারভীনা আক্তার হত্যা মামলায় তার স্বামী আলাউদ্দিন ও দেবর জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, রোববার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার মুনুড়িয়া গ্রাম থেকে নিহত পারভীনা আক্তারের স্বামী ও দেবরকে গ্রেফতার করা হয়।  

এর আগে নিহতের ভাই মুনমুন হোসেন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিন/চার জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর স্বামী ও দেবরকে গ্রেফতার করা হয়।

রোববার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মাঠের একটি সরিষা ক্ষেত থেকে পারভীনা আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।