ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে সেনাবাহিনী মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
নাটোরে সেনাবাহিনী মোতায়েন

নাটোর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের চারটি নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সেনা সদস্যরা তাদের দায়িত্ব পালন শুরু করেছেন।

অধিনায়ক লে. কর্নেল মোস্তফা আরিফ পিএসপি এই সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন।

 

রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে বগুড়া সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি দল নাটোরে এসে পৌঁছান।  

নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহরিয়াজ বাংলানিউজকে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।  

তিনি আরও জানান, সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন। রোববার দুপুরে বগুড়ার সেনানিবাস থেকে ১৭ প্যারা ব্যাটালিয়নের একটি পদাতিক দল নাটোরে এসেছেন।

নির্বাচন চলাকালে সেনাবাহিনীর সদস্যরা নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটে থাকবেন। সেখান থেকে তারা নির্বাচনী এলাকাগুলোতে আইন-শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।  

রিটানিং কর্মকর্তা বলেন, ২৪ ডিসেম্বর থেকে আগামী ২ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন। ভোটকেন্দ্র ও ভোটগ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এ সময়ে তারা কাজ করবেন।  

নির্বাচনে ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ অনুযায়ী কাজ করবেন সশস্ত্র বাহিনীর এ সদস্যরা। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী টহল ও অন্যান্য অভিযানে অংশ নেবেন সেনা সদস্যরা।  

এছাড়া ইতোমধ্যে নাটোরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।