ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

মিরপুরে রাস্তা বন্ধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
মিরপুরে রাস্তা বন্ধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ। ছবি: শাকিল

ঢাকা: পাওনা বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবীতে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের এ অবস্থানের ফলে মিরপুর-১০ থেকে ১৪ পর্যন্ত পুরো সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন।

পল্লবী থানার একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, পাওনা বেতন-ভাতার দাবিতে মিরপুর ৬, ৭ ও ১২ নম্বরের রাস্তায় অবস্থান নেন শ্রমিকরা।

ফলে দীর্ঘ সময়ের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো ভাঙচুরের খবর পাওয়া যায়নি।

তবে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, অল্প কিছু শ্রমিক রাস্তায় নেমে এলেও তারা অবস্থান নেননি। কিছুক্ষণ পরেই পুলিশের হস্তক্ষেপে তারা রাস্তা থেকে সরে যান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।