ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ইউপি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
আদিতমারীতে ইউপি সদস্য গ্রেফতার প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউপি সদস্য সাবেক যুবদল নেতা নূর ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে আদিতমারী সোনালী ব্যাংক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

নূর ওই  ইউনিয়নের দোলাপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

তিনি কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।  

আদিতমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে বলেন, লালমনিরহাট সদর থানার একটি মামলায় নূর ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।