ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বড়দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বড়দিন গির্জায় গান গাইছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: প্রতিবছরের মতো এবারও খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের আনুষ্ঠানিকতা উদযাপিত হচ্ছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা শহর এবং আশ-পাশে গির্জাগুলোতে সম্মিলিত সকালের প্রার্থনার মাধ্যমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

জেলা শহরের খাগড়াপুরস্থ ‘কেন্দ্রীয় ব্যাপটিস্ট চার্চ’এ বিভিন্ন বয়সের সর্বস্তরের নারী-পুরুষ ও শিশুরা স্বতস্ফুর্তভাবে প্রার্থনা এবং সংগীত পরিবেশনায় অংশ নেয়।

অনুষ্ঠানে কেক কাটে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। অনুষ্ঠানে শেষে বিভিন্ন খেলাধুলা অংশ নেওয়া শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

জেলা ব্যাপটিস্ট ফেলোশিপের সভাপতি অনন্ত ত্রিপুরা বাংলানিউজকে জানান, জেলার সবক’টি গির্জা ও চার্চে অনুসারীদের সামর্থ্য অনুযায়ী বড়দিনের আনুষ্ঠানিকতা উদযাপিত হচ্ছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা বাংলানিউজকে জানান, বর্তমান সরকারের ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই নীতির ভিত্তিতে অন্য সব ধর্মাবলম্বীরা এই জেলা স্ব-স্ব ধর্ম পালন করে থাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, এবার জেলায়  প্রায় ৫০টি ব্যাপটিস্ট ও ক্যাথলিক গির্জায় বড়দিনের আনুষ্ঠানিকতা উদযাপিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।