ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদকসহ আটক ৪৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
রাজধানীতে মাদকসহ আটক ৪৫

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকাল থেকে শুক্রবার (৪ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।
 
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪৫ জনকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ২ হাজার ২৮৮ পিস ইয়াবা, ৩৩৮ গ্রাম ওজনের ১ হাজার ৩০০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম ওজনের ১৩৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
 
৪৫ জনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।