ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে শীতের সঙ্গে বাড়ছে দুর্ভোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
কুড়িগ্রামে শীতের সঙ্গে বাড়ছে দুর্ভোগ শীত নিবারণের জন্য আগুনের পাশে বসেছেন হতদরিদ্র মানুষ

কুড়িগ্রাম: শৈত্যপ্রবাহ ও উত্তরের হিমেল হাওয়ায় কুড়িগ্রামে তাপমাত্রার পারদ ক্রমেই নিচে নামছে। আর কনকনে ঠাণ্ডায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

শুক্রবার (০৪ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই জেলার তাপমাত্রা ক্রমাগত নিচের দিকে নামছে।

দিনের বেলা সূর্যের দেখা মিললেও তাতে কাঙ্ক্ষিত উষ্ণতা মিলছে না। ফলে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শীত জেঁকে বসছে উত্তরের এ জনপদে। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত আরামদায় কাপড় না থাকায় তা অসহনীয় হড়ে পড়ছে নিম্নবিত্ত মানুষের জন্য। অনেকে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে তার পাশে বসছেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ শাখা সূত্রে জানা যায়, জেলার শীতার্ত মানুষের জন্য চলতি শীতে ৪১ হাজার ৯শ’ ১৪টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এগুলো এরইমধ্যে বিতরণের জন্য জেলার ৯টি উপজেলায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এফইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।