ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
ধামরাইয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ

মানিকগঞ্জ: ঢাকার ধামরাই উপজেলার শ্রীরামপুর এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (০৪ জানুয়ারি) সকালে ভুক্তভোগী ওই নারীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ওই নারী জানান, হরিরামপুর উপজেলার হাসেম বেপারীর ছেলে রাশেদের সঙ্গে তার দুই বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে।

বুধবার (২ জানুয়ারি) বিকেলে বিয়ের কথা বলে  ওই নারীকে রাশেদ ধামরাই উপজেলার শ্রীরামপুর এলাকায় তার ভাড়াবাসায় নিয়ে যায়। সেখানে তিনদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।

পরে তাকে বিয়ে করবে না বলে জানালে শুক্রবার সকালে ওই নারী ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক রাশেদ তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এরপর ওষুধ আনার কথা বলে রাশেদ পালিয়ে যায়।

রাশেদ ধামরাই উপজেলার শ্রীরামপুর এলাকায় পাল পেপার মিলে নিরাপত্তাকর্মী বলেও জানান ওই নারী।

ভুক্তভোগী ওই নারীর মা জানান, এ ব্যাপারে অতি শীঘ্রই থানায় মামলা করা হবে। তার মেয়ে স্বামী পরিত্যক্তা বলেও জানান তিনি।

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান বাংলানিউজকে জানান, মেয়েটির সঠিকভাবে চিকিৎসা চলছে। তবে, সে এখন পর্যন্ত ঠিকভাবে কথা বলতে পারছে না। মেডিকেল বোর্ড গঠন করে ভুক্তভোগীর অভিযোগ তদন্ত করা হবে বলেও জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হানিফ সরকার জানান, যেহেতু ঘটনাস্থল ধামরাই থানা এলাকায় তাই ওই নারীকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।