ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জোয়ারে যাত্রা করেছে বাকেরগঞ্জে আটকাপড়া ২ লঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
জোয়ারে যাত্রা করেছে বাকেরগঞ্জে আটকাপড়া ২ লঞ্চ এমভি সুন্দরবন-৯

বরিশাল: নদীতে জোয়ার হওয়ায় যাত্রা করেছে বরিশালের বাকেরগঞ্জে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে আটকাপড়া এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ নামের দু’টি লঞ্চ।

দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে শুক্রবার (৪ জানুয়ারি) রাত ১১টার দিকে লঞ্চ দু’টি ঢাকার উদ্দেশ্যে পুনরায় রওয়ানা হয়।

এর আগে লঞ্চ দু’টি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে বাকেরগঞ্জের কারখানা নদীতে আটকা পড়ে।

সুন্দরবন লঞ্চের সুপারভাইজার ইউনুস হোসাইন বাংলানিউজকে জানান, নাব্যতা সংকটের কারণে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ রাত সাড়ে ৭টার দিকে ডুবোচরে আটকা পড়ে।  

দীর্ঘক্ষণ চেষ্টা করার পরও লঞ্চ দু’টি চালনা সম্ভব হয়নি। পরে সেখানে নোঙর করে রাখা হয় এবং জোয়ার হলে রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।