ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সালেহ উদ্দিন চাকলাদারের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
সালেহ উদ্দিন চাকলাদারের দাফন সম্পন্ন

ঢাকা: বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লি. এর মানবসম্পদ, প্রশাসন ও নিরাপত্তা বিভাগের নির্বাহী পরিচালক মেজর শাহাব উদ্দিন চাকলাদারের (অব.) বড় ভাই সালেহ উদ্দিন চাকলাদারের দাফন সম্পন্ন হয়েছে।

গত ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। বাদ জানাজা বনানী কবরস্থানে সালেহ উদ্দিন চাকলাদারের মরদেহ দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সালেহ উদ্দিন চাকলাদার ছিলেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা জগতের একজন অন্যতম অগ্রপথিক এবং ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন ‘স্পোর্টস ইউনিভার্স’র সম্পাদক।

তার মৃত্যুতে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লি. গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।