ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৪ ...

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ৮৮৫ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ জানুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন, উপজেলার কামদিয়া ইউনিয়নের পুইয়াগাড়ী গ্রামের জসিম উদ্দিনের ছেলে বারেক (৪৪), বগুড়া জেলার শিবগঞ্জ থানার বুজরুক সোকরা গ্রামের মৃত বিশ্বনাথ বর্মণের ছেলে জয়দেব (৩২) এবং একই গ্রামের শ্রী বিমল চন্দ্রের স্ত্রী সুচিত্রা রানী (৫৫) ও শ্রী বিপুল চন্দ্রের মেয়ে সাধনা রানী (২৮)।

ওসি মেহেদী হাসান জানান,  উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ লাখ ৬৫ হাজার টাকা। আসামি বারেকের বিরুদ্ধে অপহরণ ও ডাকাতিসহ খুনের ৭টি মামলা আদালতে বিচারাধীন আছে। আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।