ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় বৃদ্ধের হাত-পায়ের রগ কর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
খুলনায় বৃদ্ধের হাত-পায়ের রগ কর্তন

খুলনা: খুলনায় সাদ্দাম হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের দুই হাতের কব্জি ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে রূপসা সেতুর টোলপ্লাজা এলাকা জাবুসা গ্রামে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে সাদ্দাম রূপসা ব্রিজের নিচে এলে কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যান। তারপর তার দুই হাতের কব্জি ও পায়ের রগ কেটে দিয়ে তারা চলে যান। ২০১২ সালেও তাকে কুপিয়ে আহত করা হয়েছিল।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

২০১২ সাল থেকে জমি নিয়ে বিরোধ চলছে। ওই বছরের আগস্টে হামলার শিকার হন সাদ্দাম। কুপিয়ে জখম করা হয়। সিভিল ও ফৌজদারী মামলাও বিচারাধীন। ওই হামলাকারীরা ফের হাত-পায়ের রগ কেটে দিয়েছে এমন দাবি ভুক্তভোগির ছেলে নাসিম শেখের।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।