ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
রূপগঞ্জে ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার তারাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদকবিক্রেতারা হলেন- তারাব দক্ষিণপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে আওলাদ হোসেন ও পাকুন্দা শিংলাবো এলাকার আব্দুল রহিমের ছেলে মকবুল হোসেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জোবায়ের মৃধা বাংলানিউজকে জানান, আওলাদ হোসেন ও মকবুল হোসেন তারা তাদের নিজ নিজ এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে মাদকবিক্রয় করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে তারাব এলাকা অভিযান চালিয়ে  ৩০ পিস ইয়াবাসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসআই জোবায়ের।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।