ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে যুবককে হত্যা, আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
মিরপুরে যুবককে হত্যা, আহত ১

ঢাকা: রাজধানীর মিরপুরে রোমান (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আলামিন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন।

সোমবার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত আলামিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আলামিনের বন্ধু মিজানুর রহমান জানান, মিরপুর ৬ কাচাবাজার এলাকায় দিয়ে হেটে যাওয়ার সময় ৪ থেকে ৫ জন যুবক তাদের গতিরোধ করে আলামিনকে ছুরি ও শাবল দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় রোমান নামে এক যুবককের মৃত্যু হয়। রোমান তারা চেনেন না।

মিরপুরের রুপনগর ঝিলপাড় বস্তি এলাকায় পরিবারে নিয়ে থাকেন আলামিন। মিরপুর এলাকার ফুটপাতে আলামিন তেল বেচাকেনা করেন বলেও জানান মিজানুর।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে জানান, মিরপুর ৬ এর বি ব্লক কাচাবাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আলামিন নামে এক যুবক আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

নিহত রোমানের শরীরের ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তার শরীরে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যু কারণ জানা যাবে। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি দাদন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।