ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাইজদীতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৬ দোকান পুড়ে ছাই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
মাইজদীতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৬ দোকান পুড়ে ছাই  অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৬ দোকান পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদী হাউজিং এলাকায় আগুন লেগে ছয়টি দোকান ও একটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 

সোমবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ওই এলাকার দক্ষিণ মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- মুদি, কনফেকশনারি, টিভি মেকানিক, ইকেলট্রনিকস সামগ্রীর দোকান ও ও একটি বসতঘর।

 

মাইজদী ফায়ার সার্ভিসের পরিদর্শক ইব্রাহীম ভূঁইয়া বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের দু’টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।  

শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।