ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুলাদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
মুলাদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় নিখোঁজের ১৩ দিনপর গিয়াস উদ্দিন সরদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার চর মহেষপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গিয়াস ওই এলাকার লালমিয়া সরদারের ছেলে।

 

গিয়াসের মামা মো. মহিসন বাংলানিউজকে বলেন, তিন বছর আগে গিয়াস কোরিয়া থেকে দেশে আসেন। এরপর থেকে তিনি মুলাদীতে শ্বশুরের মার্বেলাস মাল্টিপারপাস কোম্পানিতে চাকরি শুরু করেন। কিছুদিন পরে সেখানে সমস্যা দেখা দিলে গিয়াস চাকরি ছেড়ে ঢাকায় চাকরি নেন।

পরে গিয়াস আবারো কোরিয়ায় যাওয়ার চিন্তা করেন এবং টাকা জমা দিলে সম্প্রতি ভিসাও আসে। এজন্য গিয়াস গত ২৫ ডিসেম্বর তার দুই সন্তান ও স্ত্রীসহ গ্রামের বাড়িতে আসেন। ওইদিন সন্ধ্যায় সেলিমপুর এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিনের নেতৃত্বে ১০/১২ জন গিয়াসকে ধরে নিয়ে যায়। এরপর থেকে গিয়াস নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গিয়াসের স্ত্রী বাদী হয়ে মুলাদী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন। নিখোঁজের ১৩ দিনপর স্থানীয়রা তালুকদার বাড়ির পেছনের চরে গিয়াসের মরদেহ দেখে পুলিশে খবর দেয়।  

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বাংলানিউজকে জানান, গিয়াসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ দেখে মনে হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।