ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
পলাশে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নরসিংদী: নরসিংদীর পলাশে শাহানাজ আক্তার (২৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। 

সোমবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলাম পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী এরশাদুল ইসলাম ও কথিত প্রেমিক ফরহাদ মিয়াকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, এরশাদুল ইসলাম ডাঙ্গার চরকা টেক্সটাইলে শ্রমিক হিসেবে কাজ করেন। স্ত্রীর সঙ্গে একই গ্রামের ফরহাদ মিয়ার পরকীয়া রয়েছে বলে সন্দেহ ছিল তার। এনিয়ে ছয়মাস ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুরে শাহানাজ আক্তারকে মোবাইল ফোনে কথা বলতে দেখে তাকে কুপিয়ে হত্যা করেন করেন তার স্বামী। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত গৃহবধূর স্বামী ও কথিত প্রেমিককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।