ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পিস্তল ঠেকিয়ে ৯ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
রূপগঞ্জে পিস্তল ঠেকিয়ে ৯ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পিস্তল ঠেকিয়ে একদল ছিনতাইকারী নগদ ৯ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকা অবস্থিত হাশেম ফ্লাওয়ার মিলের হিসাবরক্ষক খাইরুজ্জামান ও সিনিয়র এক্সিকিউটিভ হাবিবুর রহমান সকাল সাড়ে ১১ টার দিকে ইসলামী ব্যাংকের ভুলতা শাখা থেকে টাকা তোলেন।

পরে ওই টাকা নিয়ে একটি সিএনজিতে করে মিলের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় পৌঁছালে ৩টি মোটরসাইকেলযোগে ৬ থেকে ৭জন ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে নগদ ৯ লাখ ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।