ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বচ্ছতা রেখেই কাজ করতে চান খসরু-বাবু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
স্বচ্ছতা রেখেই কাজ করতে চান খসরু-বাবু  স্বচ্ছতা রেখেই কাজ করতে চান খসরু-বাবু 

ময়মনসিংহ: মন্ত্রিসভায় দুইজনই নতুন মুখ। কিন্তু জবাবদিহিতা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই স্বচ্ছতার সঙ্গে নিবিষ্ট চিত্তে কাজ করাই তাদের লক্ষ্য। তবে নতুন গুরুদায়িত্ব সহজ না হলেও এ চ্যালেঞ্জে জিততে চান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ বাবু।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে নিজ নিজ মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অটল থাকার অঙ্গীকার করেছেন নবনিযুক্ত এ দুই প্রতিমন্ত্রী।

সোমবার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বাংলানিউজের সঙ্গে মোবাইলে আলাপে এসব কথা বলেন তারা।

এর আগে বিকেলে বঙ্গভবনের দরবার হলে অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে তারা শপথ নেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু নেত্রকোনা-২ আসনে (সদর-বারহাট্টা) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনেও একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও বর্তমানে তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে বাংলানিউজকে তিনি বলেন, ‘নেত্রী আমাকে বিশ্বাস করে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তার বিশ্বস্ততা আমাকে ঠিক রাখতে হবে। ’

মন্ত্রণালয়ে নিজের প্রাথমিক কাজ সম্পর্কে আশরাফ আলী খান বলেন, ‘মন্ত্রণালয়ের চলমান ও অসমাপ্ত কাজগুলো পূর্ণ করতে চাই। ধারবাহিকতা বজায় রেখে নতুন কাজে মনোযোগী হবো। প্রধানমন্ত্রী যে পরামর্শ দেবেন, সেই অনুযায়ী কাজ করবো। ’

দুইবার সংসদ সদস্য হলেও প্রতিমন্ত্রী’র দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি বলেন, ‘সর্বাত্মক মানুষের সেবা এবং নিজের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবো। আমার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি থাকবে না। এই বিষয়ে আপোসহীন থাকবো। ’

অন্যদিকে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য কে. এম. খালিদ বাবু পেয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা নতুন প্রতিমন্ত্রী বাংলানিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, নিষ্ঠার সঙ্গেই সেটা পালন করতে চাই। ’

দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করে সংস্কৃতি প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষাকে ধারণ করেই কাজ করে যাবো। সরকারের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয়, সেটাই থাকবে আমার মূল লক্ষ্য। আমি প্রধানমন্ত্রীর বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। ’

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এমএএএম/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।