ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডেমরায় দুই শিশুর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
ডেমরায় দুই শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর ডেমরার কোনাপাড়ার একটি বাড়ির নিচতলার কক্ষ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করা হয়েছে।

সোমবার (৭ জানুয়ারি) রাতে কোনাপাড়ার শাহজালাল রোডের নাসিমা ভিলা নামে ওই বাড়ির নিচতলার কক্ষ থেকে এ দুই মরদেহ উদ্ধার করা হয়।

দুই শিশু হলো ওই এলাকার বাসিন্দা পলাশ মিয়ার মেয়ে নুসরাত জাহান ও ফরিদুলের মেয়ে ফারিয়া আক্তার।

দু’জনের বয়স ৪ থেকে ৫ বছরের মধ্যে।

কোনাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হায়াত বাংলানিউজকে বলেন, শিশু দু’টি দুপুর থেকেই নিখোঁজ ছিল। তাদের খোঁজ চেয়ে মাইকিংও করা হয়। পরে ওই বাড়ির নিচতলায় দু’জনের মরদেহ খুঁজে পাওয়া গেলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ডেমরা থানা পুলিশও এসেছে। শিশু দু’টির মরদেহে আঘাত দেখতে পেয়েছি।

এদিকে দুই শিশুর মরদেহ পাওয়া যাওয়ার পর নাসিমা ভিলার আশপাশে শত শত মানুষ ভিড় করেছে। কিভাবে তাদের মৃত্যু হলো, এটা হত্যাকাণ্ড কি-না, সে বিষয়ে এলাকার বাসিন্দারাও স্পষ্ট কিছু বলতে পারছেন না।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।