ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে পাথর কোয়ারিতে টাস্কফোর্সের ওপর হামলা, আহত ১৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
সিলেটে পাথর কোয়ারিতে টাস্কফোর্সের ওপর হামলা, আহত ১৫

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে প্রশাসনের টাস্কফোর্সের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিজিবি, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য ও শ্রমিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৭ জানুয়ারি) বিকেলে ভোলাগঞ্জ কোয়ারি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জি বাংলানিউজকে বলেন, ভোলাগঞ্জ কোয়ারিতে বসত-ভিটা ধ্বংস করে পাথর উত্তোলনের অভিযোগে অভিযান চালাতে যায় টাস্কফোর্স। এসময় শ্রমিকদের ইন্ধন দিয়ে হামলার ঘটনা ঘটানো হয়। শ্রমিকদের পাথর নিক্ষেপে আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, আমরা যখন পাথর উত্তোলনের মেশিন ভাঙতে শুরু করি। তখন হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি গুলি চালায়। তবে অভিযানকালে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করতে দেখিনি আমরা।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করা হবে বলেও জানান ইউএনও।
  
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, আহতদের মধ্যে দু’জনের মাথায় আঘাত লাগায় তাদের অবস্থা গুরুতর। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার ইন্ধনদাতাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।