ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদকবিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
গোদাগাড়ীতে হেরোইনসহ মাদকবিক্রেতা আটক

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ২০৭ গ্রাম হেরোইনসহ বকুল ইসলাম (৫০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা।

সোমবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে আটক করে। বকুল গোদাগাড়ী পৌর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

 

রাতে এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে ওই গ্রামে অভিযান চালিয়ে ২০৭ গ্রাম হেরোইনসহ বকুলকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।