ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ভেজালবিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
বরিশালে ভেজালবিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: বরিশাল নগরে ভেজালবিরোধী অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (৭ জানুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালায়।  

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ভেজালবিরোধী অভিযানে নগরের কাউনিয়া বিসিক এলাকার ইত্যাদি ফুড প্রোডাক্টস্‌কে ২৫ হাজার টাকা, একই এলাকা আনন্দ ফুড প্রোডাক্টস্‌কে ১৫ হাজার টাকা ও বান্দ রোডের মোল্লা স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

পণ্যের মোড়ক ব্যবহার না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা মোতাবেক তাদের এ জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া ও ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।