ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ জব্দ হওয়া হরিণের মাংস। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। এ সময় চোরাকারবারীদের ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা করা হয়েছে।

সোমবার (০৭ জানুয়ারি) দিনগত রাতে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের চিলা এলাকা থেকে হরিণের মাংস ও নৌকা জব্দ করা হয়।  

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. মাহমাদুল হাসান জানান, করমজলের বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিলেন।

এক পর্যায়ে একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকাটি চিলা এলাকায় রেখে এর আরোহীরা পালিয়ে যায়।  

এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার ও নৌকাটি জব্দ করা হয়।  

এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাংস আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএফও মাহমাদুল।

বাংলাদেশ  সময়: ১০৫৫ ঘণ্টা,  জানুয়ারি ০৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।