ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিতলমারীতে আগুনে পুড়লো ৫ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
চিতলমারীতে আগুনে পুড়লো ৫ দোকান আগুন, ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলার পাগলা বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যাওয়া পাঁচটি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি কেউ।

ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন- সংকর ভ্রমের দোকান, মিনজিল শেখের দোকান, তুহিন শেখের মুদির দোকান, পল্লী চিকিৎসক বদরুল ইসলামের চেম্বার কাম ওষুধের দোকান ও হাফিজুর রহমান শেখের মুদির দোকান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, ভোরে স্থানীয় বাজারে আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভায়। ততক্ষনে ওই পাঁচটি দোকান পুড়ে যায়। আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।