ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
পাথরঘাটায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় আইয়ুব আলী হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

ওই বৃদ্ধের পরিবারের বরাত দিয়ে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বরকত হোসাইন বাংলানিউজকে জানান, সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আইয়ুব আলী।

অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। মঙ্গলবার সকালে বাড়ির পাশের খালে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে ও তার বাড়িতে খবর দেন স্থানীয় জনগণ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

তিনি আরও জানান, ওই বৃদ্ধের মাথা ও মুখে কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।