ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
লালমনিরহাটে যুবককে কুপিয়ে হত্যা

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলায় স্বপন চন্দ্র (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কিংবিদ্যাবাগিস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্বপন চন্দ্র ওই গ্রামের বিনোদ চন্দ্রের ছেলে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যায় বাজারে গিয়ে আর বাড়ি ফেরেননি স্বপন। পরদিন সকালে স্থানীয়রা বাড়ির কাছে ফসলী জমিতে স্বপনের মরদেহ দেখে তার বাড়িতে ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

তিনি আরো জানান, নিহত স্বপনের মাথায় কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। এ হত্যার রহস্য উদঘাটন ও ঘাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।