ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
কুষ্টিয়ায় দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু নিহতদের একজনের মরদেহ। ছবি-বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে লিজা (৩) ও মরিয়ম (৩) নামে দুই শিশু নিহত হয়েছে।

সোমবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়ার সদর উপজেলার গংগাবর কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত লিজা ওই এলাকার ইমারুল হকের মেয়ে এবং মরিয়ম একই এলাকার মৃত মশিউর রহমানের মেয়ে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, লিজা ও মরিয়ম সন্ধ্যায় প্রতিবেশী ফজলুর রহমানের নির্মাণাধীন বাড়ির পাশের বড়ই গাছের নিচে খেলছিল। ওই সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশু দু’টির গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।