ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কৃষিকে লাভজনক-বাণিজ্যিক করা আমার চ্যালেঞ্জ: কৃষিমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
কৃষিকে লাভজনক-বাণিজ্যিক করা আমার চ্যালেঞ্জ: কৃষিমন্ত্রী মন্ত্রণালয়ে নতুন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ছবি: বাংলানিউজ

ঢাকা: নতুন মন্ত্রিসভার কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রতিক্রিয়ায় বলেছেন, আমাদের দেশের কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে। কিন্তু তারা পণ্যের ন্যায্যমূল্য পায় না। এটা অত্যন্ত দুঃখজনক। তাই কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করা আমার একটি চ্যালেঞ্জ।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে প্রথম বসেই তিনি সাংবাদিকদের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, আমাদের চ্যালেঞ্জ দু’টি।

তাছাড়া অনেক চ্যালেঞ্জ আছে। তার মধ্যে দু’টি অন্যতম। একটি হচ্ছে খাদ্যের পুষ্টিমান ও নিরাপত্তা নিশ্চিত করা। আরেকটি হচ্ছে কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করা।

আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দেশে খাদ্য উৎপাদন বেড়েছে। দানা জাতীয় খাদ্যে আমরা অনেক উন্নতি করেছি। এখন আমাদের খাদ্যে পুষ্টিমান বাড়াতে হবে। খাদ্যে ভেজাল আছে, সেগুলো রোধ করতে হবে। এ কারণে খাদ্য নিরাপত্তার যে আইন আছে, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো।

ড. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের সব কিছু আবর্তিত হয় কৃষিকে কেন্দ্র করে। এখনও বাংলাদেশের জন্য কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ৬০ ভাগ মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত। আমি নিজে একজন কৃষিবিদ। আমাকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মন্ত্রণালয়ে টানা ১০ বছর মন্ত্রীর দায়িত্বে ছিলেন মতিয়া চৌধুরী। এর আগে তিনি ৫ বছর দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে তিনি ১৫ বছর দায়িত্বে ছিলেন। তিনি দক্ষতা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাজ করেছেন। কৃষিতে যে সফলতা অর্জিত হয়েছে সেটা ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। কৃষিকে লাভজনক করা এবং খাদ্যের পুষ্টিমান নিশ্চিত করা এটা আমাদের চ্যালেঞ্জ। কৃষিকে লাভজনক করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। কৃষিমন্ত্রণালয় এবং পানি সম্পদমন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এসকে/টিএ/এসএইচ​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।