ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাস্কফোর্সের ওপর হামলার মামলায় আসামি ৫ শতাধিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
টাস্কফোর্সের ওপর হামলার মামলায় আসামি ৫ শতাধিক

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে টাস্কফোর্সের সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় কোয়ারি মালিকদের ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫শ’ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৭ জানুয়ারি) বিকেলে ভোলাগঞ্জ কোয়ারি এলাকায় অভিযান চালাতে গেলে পাথর শ্রমিকরা টাস্কফোর্সের ওপর হামলা করে। হামলায় বিজিবি, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত ১৮/১৫ জন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ২৩ রাউন্ড গুলি ও পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।