ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উলিপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
উলিপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর পৌরসভার যাদুপোদ্দার ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় সাফি (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত সাফি উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের নুর ইসলাম স্বাধীনের ছেলে এবং উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার যাদুপোদ্দার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উলিপুর উপজেলা হাসপাতালে ভর্তি ও পরে দুপুরে রংপুর মেডিকেলে নেওয়ার পথে সাফির মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে চৌমহনি বাজারে যাচ্ছিলো। পথে যাদুপোদ্দার ব্রিজের কাছে একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উলিপুর পৌরসভার প্যানেল মেয়র সোহরাব হোসেন সড়ক দুর্ঘটনায় সাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ জানুয়ারি ০৮, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।