ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই মাসের মধ্যে দুর্নীতিরোধে দৃশ্যমান অগ্রগতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
দুই মাসের মধ্যে দুর্নীতিরোধে দৃশ্যমান অগ্রগতি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ/ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের দুর্নীতি দমনে আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। 

তিনি বলেন, দুর্নীতি দমনে নতুন সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার তা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আমরা সরকারের এ দুর্নীতি বন্ধের অঙ্গীকার বাস্তবায়নে সর্বশিক্ত নিয়োগ করবো।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, কমিশন বাণিজ্যসহ সেখানেই দুর্নীতির গন্ধ পাবো সেখানেই গিয়ে আমরা হাজির হবো।

নবনির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা দুদক সংগ্রহ করেছে জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, এটা ধর-মার-কাট কোনো বিষয় নয়। সেখানেই দুর্নীতি পাবো সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।  

মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়া অনেকেরে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে- সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ যদি থাকে আমরা অনুসন্ধান করবো, দৃশ্যমান করবো।

বেসিক ব্যাংক সম্পর্কে এক প্রশ্নে জাববে দুদক চেয়ারম্যান বলেন, কেবল বেসিক ব্যাংক নয়, আর্থিক খাতের সব দুর্নীতি বন্ধে কাজ করবে দুদক। তবে কোনো মেগা প্রকল্প, জনবল নিয়োগের বিষয়ে দুদক সরাসরি সম্পৃক্ত হবে না। আমরা দেখবো এবং ধরবো। আমার বিশ্বাস এ সরকার দুর্নীতির রশি টেনে ধরবে। ‘মর্নিং শোজ দ্যা ডে’।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।