ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নবগঠিত মন্ত্রিপরিষদের ৪ মন্ত্রীকে কুবি ভিসি’র শুভেচ্ছা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
নবগঠিত মন্ত্রিপরিষদের ৪ মন্ত্রীকে কুবি ভিসি’র শুভেচ্ছা বাম থেকে আহম মুস্তফা কামাল, দীপুমনি ও মো. তাজুল ইসলামকে শুভেচ্ছা জানাচ্ছেন ভিসি ড. এমরান কবির চৌধুরী

কুবি: বাংলাদেশ সরকারের নবগঠিত মন্ত্রিপরিষদের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলামকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। 

মঙ্গলবার (৮ জানুয়ারি) মন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী রানা, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সজিব, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জিনাত আমান, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।