ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দৈনিক কাফেলার সম্পাদক আমিনা বেগম আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
দৈনিক কাফেলার সম্পাদক আমিনা বেগম আর নেই আমিনা বেগম

সাতক্ষীরা: সাতক্ষীরার ‘দৈনিক কাফেলা’র সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৯ জানুয়ারি) ভোরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

আমিনা বেগম ছিলেন দৈনিক কাফেলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির প্রয়াত সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মোতালেবের সহধর্মিনী।  

২০০২ সালে স্বামীর মৃত্যুর পর আমিনা বেগম পত্রিকাটি সম্পাদনার দায়িত্ব নেন। তিনি ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। একই সঙ্গে তিনি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য।  

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

পারিবারিক সূত্র জানায়, বিকেলে মরহুমের মরদেহ সাতক্ষীরায় আনার পর জানাজা শেষে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।