ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
আশুলিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় শামীম মোল্লা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুরের সালনা হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত শামীম মোল্লা যশোরের চৌগাছা থানার দুলালপুর গ্রামের মো. আদিল মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার বাড়ইপাড়ায় থেকে রুদমিলা নিটওয়ার নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল নিয়ে কবিরপুর বাসস্ট্যান্ড পার হচ্ছিলেন শামীম মোল্লা। এসময় পলাশ পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

সালনা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শিবলু মিয়া বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালকসহ বাসটি আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।