ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাটিবাহী ট্রাকচাপায় চিকিৎসক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
মানিকগঞ্জে মাটিবাহী ট্রাকচাপায় চিকিৎসক নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জে একটি মাটিবাহী ট্রাকের চাপায় মঞ্জুর আলম (৪২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসক মঞ্জুর আলম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নিলাম্বরপট্টি এলাকায় বাসিন্দা।

তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।

জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান বাংলানিউজকে জানান, সকালে মানিকগঞ্জ শহরের ভাড়াবাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন ডা. মঞ্জুর আলম। পথে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।