ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চাঁদপুর: চাঁদপুরে মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজি চালক ওসমান গনি অনিক (১৮) নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরো ৫ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে শহরের মঠখোলা ওয়াপদাগেট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজী সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইকবাল হোসেন (১৮), তানভীর (২০), আইরিন (২০), আবু ইউসুফ  (৩৫) ও ইউনুছ রাড়ী (৪৫)।

এদের মধ্যে গুরুতর অবস্থায় ইউসুফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসক সৌজা উদ্দ দৌলা রুবেল বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় সিএনজি চালক ওসমান গনি অনিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে, চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।