ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকে আগুন

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ঢাকা-উত্তরবঙ্গ লেনে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সেতুর ৩৯নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ওই ট্রাকটি সেতুর ৩৯নং ব্রিজের পিলারের কাছে এসে চাকা পাংচার হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। সেতুর উপর থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে সরিয়ে ফেলা হচ্ছে। এতে ঢাকা-উত্তরবঙ্গ লেনে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রাকটি সরিয়ে ফেললে অল্প কিছুক্ষণের মধ্যেই লেনটি চালু হবে।  

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।