ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগতিতে অস্ত্রসহ দু’জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
রামগতিতে অস্ত্রসহ দু’জন গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অস্ত্রসহ জুয়েল রানা দাস (২২) ও মো. জুয়েলকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, নয়টি কার্তুজ ও তিনটি রামদা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের হাজিরহাট এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল রানা নোয়াখালী জেলার চর জব্বর থানার চর বাগুয়া গ্রামের কৃষ্ণ চন্দ্র দাসের ছেলে ও মো. জুয়েল একই গ্রামের মাকছুদ হাওলাদারের ছেলে।

ওসি আরিচুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।