ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপপুর পারমাণবিক প্রকল্পে ক্রেন ভেঙে ৩ শ্রমিক আহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
রূপপুর পারমাণবিক প্রকল্পে ক্রেন ভেঙে ৩ শ্রমিক আহত

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পে ক্রেনের বোমা ভেঙে ট্রাকচালক ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রূপপুর পারমাণবিক প্রকল্পের এক নম্বর রিয়্যাক্টর সংলগ্ন স্হানে কাজ করার সময় ক্রেনের বোমা ভেঙে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন- ইব্রাহীম হোসেন (৩৫) দানেশ মিয়া (৩০) ও ওয়াসিম হোসেন (৩২)।

 

রূপপুর পারমাণবিক প্রকল্পের সাইড অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে বি এম রুহুল আমিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, রূপপুর পারমাণবিক প্রকল্পের এক নম্বর রিয়্যাক্টরের পাশে ১৩৫০ টনের হলুদ ক্রেনের পাশে রাশিয়ান কোম্পানি অর্গানাগোস্টরয় ১০০ টনের ফ্লাই জিপ ক্রেন কাজ করছিল। সন্ধ্যা ৬টায় হঠাৎ ক্রেনের বোমা ভেঙে পাশে কর্মরত রোইনওয়াল্ড এসএল কোম্পানির একটি ড্রাম ট্রাকের ওপর পড়ে। এতে ট্রাকচালকসহ তিনজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।              

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক তাসকিন তামান্না স্বর্ণা বাংলানিউজকে জানান, আহতদের অবস্হা শংকামুক্ত। তবে এক শ্রমিকের হাত ও পা গুরুতর জখম হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৫  ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।